, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar Arfat

সিরিয়ার পালমিরায় প্রকাশ্যে ২৫ জনকে হত্যা

প্রকাশ: ২০১৫-০৭-০৫ ১২:২৪:০১ || আপডেট: ২০১৫-০৭-০৫ ১২:২৪:০১

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, স্পোর্টস ডেস্ক :   ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সিরিয়ার প্রাচীন পালমিরা শহরে ২৫ জনকে গুলি করে হত্যা করা হচ্ছে।

আইএস বলছে, ওই ব্যক্তিরা সৈনিক ছিলেন এবং তাদের হোমস শহর থেকে আটক করা হয়। পালমিরার একটি প্রাচীন এমফিথিয়েটার বা উন্মুক্ত নাট্যমঞ্চে তাদের হত্যা করা হয়।

ভিডিওর কিছু ছবিতে দেখা যায়, হত্যাকারীরা বয়সে খুবই তরুণ, এমনকি তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরও হতে পারে।

আইএসের সঙ্গে সম্পৃক্ত একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওচিত্রটি প্রচার করা হয়। ভিডিওচিত্রে দেখা যায়, আইএসের একটি বড় কালো পতাকার সামনে তাদের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এ সময় বেসামরিক পোশাকে সজ্জিত কয়েক শ মানুষকে এমফিথিয়েটারের সিঁড়িতে বসে হত্যাকাণ্ড প্রত্যক্ষ করতে দেখা যায়।

পালমিরা দখলের পরদিন একই এমফিথিয়েটারে ২০ জনকে হত্যা করেছিল আইএস।গত মে মাসে পালমিরা এবং এর পার্শ্ববর্তী তাদমুর নামে পরিচিত একটি আধুনিক শহর দখল করে আইএস।- বিবিসি।

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal