, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

‘২০ উইকেট নিতে পারি আমরাও’ :হাথুরুসিংহের।

প্রকাশ: ২০১৫-০৭-২০ ২০:২৯:০৫ || আপডেট: ২০১৫-০৭-২০ ২০:২৯:০৫

Spread the love

Hathuru

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না ডেল স্টেইন। দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ফিরেছেন ডানহাতি এ গতিদানব। স্টেইনগনকে নিয়ে কিছুটা চিন্তিত হলেও নিজ দলের বোলারদের ওপর দারুন আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

 

 

 

টেস্টে ভালো করতে হলে প্রতিপক্ষের ২০টি উইকেট নেওয়া চাই। ওয়ানডে বাংলাদেশের বোলাররা ভালো করলেও টেস্টে এখনও ২০ উইকেট নেওয়ার মতো যোগ্যতা নেই বলে অনেকে মনে করেন। তবে এ কথা মানতে রাজি নন, বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে। তার মতে বর্তমানে ২০ উইকেট নেওয়ার মতো বোলার বাংলাদেশ দলেও রয়েছে।

 

 

মঙ্গলবার থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘পূর্বে কি ঘটেছে, তার সঙ্গে আমি তুলনা করতে পারি না। তবে এখন আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ আক্রমণভাগ আছে, যারা যে কোন দলের ২০ উইকেট নেওয়ার যোগ্যতা রাখে। এছাড়া আমাদের টেস্ট ক্রিকেটে ধারাবাহিক হতে হবে। আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে খেলি না। শক্তি দিয়ে খেলার চেষ্টা করি। কারণ, দুই ঘন্টার মধ্যে যে কোন কন্ডিশন পাল্টাতে পারে। আমরা শুধু দুই ঘন্টার জন্য পরিকল্পনা করতে পারি না, এটা পাঁচ দিনের খেলা। আমাদের শক্তি যদি হয় স্পিন, আমরা স্পিন নিয়েই পড়ে (খেলব) থাকব। আগামী কিছুদিনের আবহাওয়াটাকেও আমাদের বিবেচনায় রাখতে হবে এবং আগামীকাল (আজ) সিদ্ধান্তটা নিতে হবে।’

 

 

 

ওয়ানডে সিরিজে ছিলেন তাইজুল ইসলাম। টেস্ট দলে ফিরেছেন এ বাঁহাতি স্পিনার। তাইজুল ফেরায় চন্ডিকাও আত্মবিশ্বাসী, ‘বোলিং আক্রমণে একজন বাঁহাতি থাকাটা ভিন্ন বিষয়। সমীকরণের বাইরে রাখতে হবে কন্ডিশনটাকে। কারণ তিনি ভিন্ন মাত্রা দিতে সক্ষম হবেন। এটা যে কোন দলের জন্য বাড়তি সুবিধার। যখনই আমরা তাকে টেস্ট দলে পাব, সেটা হবে বাড়তি সুবিধার।’

 

 

 

তাইজুল ছাড়াও জুবায়ের হোসেন লিখনের প্রতি আস্থা রয়েছে কোচের। এ বিষয়ে চন্ডিকা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার বিরাট ভূমিকা থাকবে। এক্ষেত্রে কোন সন্দেহ নেই। সে একজন উইকেটশিকারী, সুতরাং টেস্ট ক্রিকেটে যে কোন দলের বিরুদ্ধে আমরা তাকে আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করব।’

 

 

 

তাইজুল-জুবায়ের ছাড়াও দলে আছে সাকিবের মতো বিশ্বসেরা বাঁহাতি স্পিনার। সে সঙ্গে আছে রুবেল, মুস্তাফিজ ও শহীদের মতো পেসাররা। তাই বছর-খানেক আগের তুলনায় বর্তমান বোলিং অ্যাটাককে সেরা হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রাধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

 

 

 

এ বিষয়ে তিনি বলেন, ‘২০ উইকেট নেয়ার মতো বোলিং আক্রমণ আমাদের আছে। আমাদের সর্বাধিক উইকেটশিকারী সাকিব আছে, আমাদের তাইজুল ইসলাম আছে, যিনি এসজি বলে দারুন সফল। আমরা মুস্তাফিজ, রুবেলকে পেয়েছি ও শহীদ খুব কর্মক্ষম। আগের যে কোন সময়ের চেয়ে এই বোলিং আক্রমণ নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী।’

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal