, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

ইসরায়েলের কারাগারে ৬৫ দিন অনশনের পর মুক্তি

প্রকাশ: ২০১৫-০৮-২০ ০৯:২৩:২১ || আপডেট: ২০১৫-০৮-২০ ০৯:২৩:২১

Spread the love

150820010447_palestine_allan_protest_640x360_bbc_nocredit

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা:   ইসরায়েলের কারাগারে ৬৫ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি নাগরিক মোহাম্মেদ এলানের উপর থেকে আটকাবস্থা তুলে নিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট।

চরমপন্থি সংগঠন ইসলামিক জিহাদ এর সন্দেহভাজন সদস্য হিসেবে বিনাবিচারে কারাগারে দীর্ঘদিন ধরে আটকে রাখার প্রতিবাদে জুন মাসে অনশন শুরু করেন মি. এলান।

তবে তার আইনজীবী জানিয়েছে মুক্তির খবর এলেও বড্ড দেরী হয়ে গেছে।

শরীরে খাবারের অভাবে মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে হাসপাতালে আছেন মি: এলান।

অন্যদিকে কোন নির্ধারিত অভিযোগ ছাড়া ফিলিস্তিনিদের এভাবে আটকে রাখার পদ্ধতি ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্বকে আরো ঘনীভূত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal