, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

‘ছাত্রলীগের নৈরাজ্যের কারণে ফল বিপর্যয়’

প্রকাশ: ২০১৫-০৮-১০ ১৮:৪৬:২৮ || আপডেট: ২০১৫-০৮-১০ ১৮:৪৬:২৮

Spread the love

Ripon

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা:   শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রলীগের নৈরাজ্যের কারণে উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, সরকার দলীয় ক্যাডাররা (ছাত্রলীগ) শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে। আর এ কারণেই ফলাফলের এ দশা হয়েছে।

সরকারের অব্যবস্থাপনা, শিক্ষার উপকরণ, সঠিক পাঠদানের সীমাবদ্ধতাই উচ্চ মাধ্যমিকে রেজাল্ট খারাপের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করছে মন্তব্য করে আসাদুজ্জামান রিপন বলেন, শুধু রাজনৈতিক বিবেচনায় পরীক্ষার ফল খারাপ হয় না।

রেজাল্টে  দেখা গেছে অনেক পরীক্ষার্থী সব বিষয়ে পাস করেছে, শুধু ইংরেজিতে ফেল করেছে। তাহলে কি রাজনৈতিক প্রভাব শুধু ইংরেজির ওপর পড়েছে।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, কূটনৈতিক সব ক্ষেত্রে পড়ে। সরকারের সৎ ইচ্ছা থাকলে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতো।

পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে নিতে পারতো। ছাত্রলীগ নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ছাত্রলীগ শিক্ষকদের মেরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়।

ছাত্রাবাস পুড়িয়ে দেয়, ধর্ষণে  সেঞ্চুরি করে এগুলো কি শিশুদের কাজ। ছাত্রলীগের অপকর্মের জন্য শেখ হাসিনাও তার নাম ছাত্রলীগ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

তিনি বলেন, ছাত্রলীগ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতাকর্মীদের বিতাড়িত করেছে। তাদের স্বাভাবিক কর্মকা- করতে দেয় না।

এতেই ছাত্র রাজনীতি রুগ্ন হয়ে পড়ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal