, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar Arfat

জাতীয় ঐক্যের সনদ ঘোষণা ড. কামালের

প্রকাশ: ২০১৫-০৮-৩০ ১৮:০২:০১ || আপডেট: ২০১৫-০৮-৩০ ১৮:০২:০১

Spread the love

 ড. কামাল

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা:   জাতীয় ঐক্যের ১১ দফা সনদ ঘোষণা করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দেশে বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা নেই উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমানে যে কোন আন্দোলন পরিচালনায় বড় সমস্যা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা না থাকা।

আশার খবর হচ্ছে আইসিটি আইন নিয়ে সংবাদপত্রের সম্পাদকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা সবাই এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আশা করি তারা দেশ নিয়েও তাদের দায়িত্ব পালনে সোচ্চার হবেন।

তাহলে আর ৫৭ধারা থাকবে না।

আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণফোরাম আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঘোষিত ঐক্য সনদে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠাসহ বেশ কিছু বিষয়ে আলোকপাত করা হয়।

ড. কামাল জানান, জনগনের মতামত নেয়ার জন্য ১১ দফা জাতীয় সনদ পেশ করা হলো।

সনদ বাস্তবায়নে জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণফোরাম কাজ করবে। এক মাস পরে পুনরায় সংবাদ সম্মেলন করে জনগণের মতামত জানানো হবে।

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, ফরোয়ার্ড পার্টির সভাপতি আ ব ম মোস্তফা আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal