, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

‘জামায়াত-বিএনপির শেষ আক্রমণ ব্লগার হত্যা’

প্রকাশ: ২০১৫-০৮-০৮ ১৪:৩৪:৩১ || আপডেট: ২০১৫-০৮-০৮ ১৪:৩৪:৩১

Spread the love

ইনু-

আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক:    তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “বিদ্ধস্ত জামায়াত-বিএনপি শেষ আক্রমণ হিসেবে ব্লগার হত্যার নামে সাধারণ মানুষদের ওপর আক্রমণ করছে, ৭১’এ মহান মুক্তিযুদ্ধের সময়ও একই ঘটনা ঘটেছিল।”

শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ এবং অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, “পাকিস্তানিরা যখন আমাদের সঙ্গে পেরে উঠছিল না, তখন তারা সাধারণ মানুষ ও নারীদের ওপর আক্রমণ করেছিল। আর আজকে আগুন-সন্ত্রাসে পরাজিত বেগম জিয়া, পিছু হটা জঙ্গিবাদিরা ও বিদ্ধস্ত জামায়াত শেষ আক্রমণ হিসেবে নিরীহ জনগণের উপর হামলা করছে।”

মন্ত্রী বলেন, “ব্লগার হত্যার নামে কার্যত তারা আসলে ভিন্নমত ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে চাচ্ছে।”

এ ব্যাপারে সরকারের শক্ত অবস্থানকে সহযোগিতার জন্য দেশের মানুষের কাছে ব্লাগার হত্যাকারীদের ধরিয়ে দেয়ার আহবান জানান ইনু।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী অন্যসব বিষয়ের চেয়ে বাচ্চাদের শিক্ষার বিষয়ে বেশি নজর দেন। বিনা পয়সায় প্রত্যেক স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করা হচ্ছে এবং ঝরে যাওয়ার হার কমাতে অস্বচ্ছল শিক্ষার্থীদের দুপুরের খাবার ব্যবস্থা করা হচ্ছে।”

প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal