, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

টীমের দীর্ঘ অবসরে মোস্তাফিজ যাচ্ছে সাতক্ষীরায়

প্রকাশ: ২০১৫-০৮-০৭ ০১:২৭:০৯ || আপডেট: ২০১৫-০৮-০৭ ০১:২৮:৩১

Spread the love

image
আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক: স্বপ্নের ক্রিকেটে বিরতির পর ছুটিতে বাড়ি যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ‘কার্টার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

শনিবার (৮ আগস্ট) ছুটি কাটাতে সাতক্ষীরার তেতুলিয়ায় গ্রামের বাড়িতে যাবেন তিনি। পুরো ছুটিটাই পরিবারের সঙ্গে কাটাবেন কার্টার মাস্টার।

গত ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দিয়ে অভিষেক হয় পেসার মুস্তাফিজুর রহমানের। এরপর টানা তিন মাস।

সিরিজের পর সিরিজ; টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট। সব ফরম্যাটের খেলাই চলছিল অবিরাম। এই বিরতিহীন ক্রিকেট আপাতদৃষ্টিতে ‘ধকল’ মনে হলেও তার জন্য স্বপ্নেরই ছিল।

অভিষেকের পর সাফল্যের ডানায় যোগ করেছেন একের পর এক ‘রেকর্ড পালক’। জায়গা করে নিয়েছেন ক্রিকেটবিশ্বের সমাদৃত তারকাদের আসনেও।

এবারের বাড়ি ফেরাটা মুস্তাফিজের জন্য বিশেষ কিছু। তিন মাস আগে মুস্তাফিজ কেবল সাতক্ষীরার ছেলে থাকলেও এবার বাংলাদেশের গর্ব হয়ে তেতুলিয়ায় পা রাখছেন তিনি।

আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal