, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar n_carcellar1957

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশ: ২০১৫-০৮-০১ ১৭:৫৩:৪১ || আপডেট: ২০১৫-০৮-০১ ১৭:৫৩:৪১

Spread the love

ছৈয়দ আলম, কক্সবাজার প্রতিনিধি :
1(1)

আরটিএমনিউজ২৪ডটকমঃ কক্সবাজারের টেকনাফ ৪২বিজিবির জওয়ানেরা অভিযান চালিয়ে ১লক্ষ ৪০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে।

 

১আগষ্ট শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবুল কালামের নেতৃত্বে টেকনাফ পৌরসভা জ্বালিয়াপাড়া নতুন ট্রানজিটঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৪কোটি ২০লক্ষ টাকা ।

 

 

 
বিজিবি সুত্র জানায়, শনিবার ভোর রাতে বিজিবি সংবাদ পায় যে, ট্রানজিট ঘাট দিয়ে বিশাল একটি ইয়াবার চালান আসবে খবরে ভিত্তিতে বিজিবি তৎপরতা বৃদ্ধি করে। সকাল ৮টার দিকে কাঠের তৈরী ১টি নৌকা নাফনদীর কেওড়া বাগানে আসলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি রেখে পাচারকারীর পালিয়ে যায়।

 

 

পরে উক্ত নৌকা তল­াশী চালিয়ে ১লক্ষ ৪০হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। টেকনাফ ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এন এ কে

Logo-orginal