, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Arfat

‘মহাসড়কে শৃঙ্খলা আনা অসম্ভব কিছু নয়’

প্রকাশ: ২০১৫-০৮-০৬ ১৬:০৫:২৯ || আপডেট: ২০১৫-০৮-০৬ ১৬:০৫:২৯

Spread the love
Feni-news-6-8-15
আরটিএমনিউজ২৪ডটকম, ফেনী:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ শেষ পর্যায়ে। ওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ, রেল ব্রিজের কাজও শেষ পর্যায়ে। জনগণ এ সবের সুফল তখনই পাবে যখন আমরা সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনব। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন। তবে তা অসম্ভব নয়।’

 

 

ঢাক-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে বৃহস্পতিবার দুপুরে ফোর লেন প্রকল্পের ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

 

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অটোরিকশা চালকদের আগে জীবন রক্ষা করতে হবে। পরে তাদের জীবিকার বিষয়টি গুরুত্ব পাবে। মহাসড়কে থ্রি হুইলার বন্ধের কারণে অটোরিকশাচালক ও যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়েছেন। তারা যেন দুর্ভোগে না পড়ে সে জন্য পর্যায়ক্রমে জাতীয় মহাসড়ক ও সকল ফোর লেনের পাশে বাইলেন নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

 

 

নতুন ডিপিপি করে স্বল্প সময়ের মধ্যে বাইলেনের কাজ শুরু করা হবে বরে জানান তিনি।

 

 

ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফোর লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, সহকারী পরিচালক এম এ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পের আওয়তায় ৩৩টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal