, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

মিরসরাইয়ে দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে ৩ হাজার চারা বিতরণ

প্রকাশ: ২০১৫-০৮-০৪ ২০:০৭:৩৪ || আপডেট: ২০১৫-০৮-০৪ ২০:০৭:৩৪

Spread the love

মিরসরাই প্রতিনিধি
Mirsarai Tree Beteron photo-04.08.2015

আরটিএমনিউজ২৪ডটকম: মিরসরাই উপজেলার দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে এবং চট্টগ্রাম বৃটিশ আমেরিকান টোবাকো গ্রুপের সহযোগিতায় ৩ হাজার ফলজ, বনজ ও ঔষুধী চারা বিতরণ করা হয়েছে।

 

 

সোমবার (৩ আগষ্ট) সকালে দুর্বার প্রগতি সংগঠনের মলিয়াইশস্থ প্রধান কার্যালয়ে চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা আবদুল্ল্যাহ আল নোমান রাজুর সঞ্চালনায় এবং আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার নাথ।

 

 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ শহীদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল কান্তি ভৌমিক, এম দস্তগীর, সৈকত চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মো. সাইফ উদ্দীন, মিরসরাই রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন, ইমাম হোসেন চৌধুরী, জাফর ইকবাল, আবদুল্ল্যাহ আল মাহমুদ, তরিকুর রহমান বাবু, আলী হায়দার চৌধুরী প্রমুখ।

 

 
উল্লেখ্য, মিঠানালা, মঘাদিয়া ও পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ৩ হাজার আকাশমনি, বেল, আমড়া, মিনজিয়াম হাইব্রীড়, অর্জুন, আমলকি, জাম, পেঁয়ারা, রেইন ট্রি, শীল কড়ই, নিম, ডালিম, কাঁঠাল, চিকরাশী, মেহগনি, হরিতকি, তেঁতুল, জাম্বুরার চারা বিতরণ করা হয়।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এন এ কে

Logo-orginal