, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

রাউজানের লোকালয়ে অজগর

প্রকাশ: ২০১৫-০৮-২২ ১১:৪৯:৩৬ || আপডেট: ২০১৫-০৮-২২ ১১:৪৯:৩৬

Spread the love

গাজী জয়নাল আবেদীন,চট্টগ্রাম প্রতিনিধি:
Raozan Noapara ojagor

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে আবারো লোকালয়ে একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল ২১ আগস্ট শুক্রবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের উভলং গ্রামের একটি পুকুরের মাছ ধরার জালে আটকা পড়ে ১৫ ফুট লম্বা এ অজগর। ৩০ কেজি ওজনের ১৫ ফুট লম্বা এই সাপটিকে এলাকার লোকজন মিলে মাছের জন্য পুকুরে ফেলা জাল থেকে বের করে পাড়ে তুলে আনে।

 

 

এসময় এলাকার প্রচুর উৎসুখ জনতা এই সাপটি দেখতে ভিড় জমায়। নোয়াপাড়া পথেরহাটের হক ভিডিও সেন্টারের মো. তৈয়ব ও গোল্ডেন ফ্যাশনের মামুন জানিয়েছেন শুক্রবার বিকেল ৩টার দিকে উভলং গ্রামের একটি পুকুরের জালে আটকা পড়া সাপটি তিনিসহ এলাকার লোকজন দেখতে পান। পরে কয়েকজন এলাকাবাসি মিলে অজগরটি ধরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য সুশিল দাশ বলেন, সাপটিকে শুক্রবার সন্ধ্যয় চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেয়া হয়েছে ।

 

 
উলে­খ্য গত ১৪ অগষ্ট উপজেলার পাহাড়তলী খানপাড়া গ্রামে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের ধান ক্ষেতে প্রায় ২০ ফুট লম্বা একটি আজগর ধরা পড়েছিল। পরে সেটি স্থানীয়রা পাহারে নিয়ে অবমুক্ত করে।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal