, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Arfat

লোহাগাড়ায় টংকাবতীর ভাঙ্গনের মুখে ১০ বসতঘর

প্রকাশ: ২০১৫-০৮-০৬ ১৪:৪০:৪৫ || আপডেট: ২০১৫-০৮-০৬ ১৪:৪১:২৬

Spread the love

lohagara ctg news 6

ছবি: এভাবেই ভেঙ্গে যাচ্ছে টংকাবতি খালের পাড়। যে কোন সময় বড় ধরনের ভাঙ্গনে ঘর-বাড়ি হারানোর আশংকায় দিন কাটছে এলাকাবাসীর।

লোহাগাড়া প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া: উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল গ্রামের দক্ষিণ সীমানায় টংকাবতী খালের ভাঙ্গনের মুখে পড়েছে ১০/১২টি বসতঘর।

এবারের বন্যা ও পাহাড়ী ঢলে টংকাবতি খালে পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক গাছ-গাছালী ভিটেমাটি বিলীন হয়ে গেছে নদীগর্ভে।

মাটির তৈরী ঘরটুকু হারিয়ে যাবার আশংকায় প্রতিটি দিন গুণছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্থ মোস্তাক আহমদ, নুরুল আমিন, সাঁচি মিয়া, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শহিদ, মোহাম্মদুর রহমান, নুরুচ্ছফা, নুরুল আলম, ও নুরুল আমিন জানান টংকাবতি খালের ভাঙ্গার কারণে তাহাদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

তারা আরো জানান, ইতোপূর্বে লোহাগাড়া-সাতকানিয়া আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয় খালের ভাঙ্গন পরিদর্শন করেছি বাধঁ দেয়ার আশা দিয়েছিলেন।

অবিলম্বে খালের পাড় সংস্কারের ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।

 

এ ব্যাপারে তারা এম পি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন।  তা না হলে পার্শ্ববর্তী আরো প্রায় ৩০/৪০ পরিবার বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal