, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Arfat

সিরিয়ার পালমিরায় প্রাচীন মন্দির গুড়িয়ে দিয়েছে আইএস

প্রকাশ: ২০১৫-০৮-২৪ ০৯:০৯:০৭ || আপডেট: ২০১৫-০৮-২৪ ০৯:০৯:০৭

Spread the love

 mandir

আরটিএমনিউজ২৪ডটকম, ইন্টা: ডেস্কঃ  সিরিয়ার পালমিরা নগরের একটি প্রাচীন মন্দির গুড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট আইএস জঙ্গিরা।

দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল কারিম জানিয়েছেন, বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত কয়েকটি রোমান স্তম্ভও ধ্বংস হয়ে গেছে।

বাল শামিন নামে প্রায় দুই হাজার বছরের পুরনো এই মন্দিরটি ছিল জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ।

দেশটির খ্যাতনামা একজন পুরাতাত্ত্বিককে হত্যা করার কয়েক দিনের মধ্যেই পুরাতাত্ত্বিক এই নিদর্শনটি ধ্বংস করা হলো।

পালমিরা শুধু সিরিয়ার জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এটি গুরুত্বপূর্ণ।

বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, এর একটি অংশ খ্রিষ্টপূর্ব দুই হাজার বছর আগে নির্মিত।

হামলায় মন্দিরের ভেতর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

গত মে মাসে পালমিরা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস।

 

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal