, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

হাসিনা নয়, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন: খালেদা জিয়া

প্রকাশ: ২০১৫-০৮-০১ ২২:৫১:০৪ || আপডেট: ২০১৫-০৮-০১ ২২:৫১:০৪

Spread the love

zia1_86141

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: হাসিনা নয়, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

 

শনিবার (০১ আগস্ট) রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত প্রতিনিধি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

 

 

খালেদা জিয়া বলেন, আমরা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসিনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ক কয়েকটি পত্রিকা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমরা নিরপেক্ষ সরকারের ‍অধীনে নির্বাচন চাই। হাসিনা মার্কা সরকারের ‍অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না।

 

মতবিনিময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এন এ কে

Logo-orginal