, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

মক্কায় নিহতদের মধ্যে বাংলাদেশী ২৫ জন

প্রকাশ: ২০১৫-০৯-১৩ ১২:৪৫:৪৭ || আপডেট: ২০১৫-০৯-১৩ ১২:৪৬:২৮

Spread the love

makkah trezy 1

আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক:   সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে নির্মাণাধীন অংশের ক্রেন ধসে নিহত ১০৭ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশী রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। আল আরাবিয়া জানিয়েছে, নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এতে বলা হয়, নিহতদের মধ্যে বাংলাদেশী ২৫ জন, পাকিস্তানি ১৫ জন, মিসরীয় ২৩ জন, ভারতীয় ১০ জন, ইরানি ২৫ জন, মালয়েশিয়ান ৬ জন, আলজেরিয়ার ১ জন, আফগানিস্তানের একজন রয়েছেন।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, শনিবারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৌদির বাদশাহ সালমান। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখাও করেছেন।
এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার মসজিদ আল-হারাম-এর উপরে শুক্রবার ক্রেন আছড়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৭জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছে।
তবে বলা হচ্ছে যে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপ পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায়নি।
কর্তৃপক্ষ বলছে, ঝড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে ক্রেনটি পতিত হয়েছিল।
আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal