, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar Arfat

আইসিইউতে সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: ২০১৫-০৯-০৫ ০৯:৩৯:০৩ || আপডেট: ২০১৫-০৯-০৫ ০৯:৩৯:০৩

Spread the love

সমাজকল্যাণমন্ত্রী-সৈয়দ-মহসিন-আলী

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা:   নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানান মন্ত্রীর ছোট ভাই সৈয়দ মোস্তাক আলী।

গত রাতে মানবজমিনের সঙ্গে আলাপে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসেছিল। মন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মেডিকেল বোর্ডের পরামর্শ মোতাবেক তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে জানান তার সহোদর সৈয়দ মোস্তাক।

বারডেমের আইসিইউ’র কর্তব্যরত ডাক্তারের সঙ্গে এ নিয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করা হলে সেখানকার কর্তব্যরত নার্স জানান, চিকিৎসকরা এখন ব্যস্ত, তারা কথা বলতে পারবেন না।

মন্ত্রীর পরিবার সূত্র জানায়, অনেক আগেই হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে ৬৬ বছর বয়সী মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার।

এদিকে ইউএনবি কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানায়, মন্ত্রী আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal