, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আল্লাহর সন্তুষ্টি ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় যেই দিনে

প্রকাশ: ২০১৫-০৯-২২ ১২:২৪:২১ || আপডেট: ২০১৫-০৯-২২ ২১:৪১:৪৩

Spread the love

আল্লাহর সন্তুষ্টি ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় যেই দিনে
আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক: আগামী কাল ২৩ শে সেপ্টেম্বর ৯ ই জ্বিলহজ বুধবার পবিত্র আরাফার দিন ।
যে দিন হাজীদের আরাফাতের ময়দানে অবস্থান করা বাধ্যতামূলক।

এই দিন সম্পর্কে রাসুল ( সা: ) বলেছেন আরাফার দিন যারা নিজ ঘরে অবস্থানকারী, তাদের নফল রোজা রাখা খুব গুরুত্তপূর্ণ।

আরাফাত দিবসের রোজা, আগের ও পরের এক বছরের গুনাহ এর কাফফারা স্বরূপ ।

আগামীকালের এই দিনে আল্লাহকে সন্তুষ্টু করার মোক্ষম সুযোগ রয়েছে মুমিনদের জন্য ।

পবিত্র আরাফাতের মাঠ- দোয়া কবুল হওয়ার অন্যতম পবিত্র একটি স্থান।

হাদিস শরিফে বর্ণিত আছে যে, আল্লাহ তাআলা আরাফার দিনে ফেরেশতাদের ডেকে বলেন, ‘হে ফেরেশতারা! তোমরা লক্ষ করো, আমার বান্দারা কী প্রকারে বহু দূরদূরান্ত থেকে এসে আজ আরাফাত মাঠে ধুলাবালির সঙ্গে মিলিত হয়েছে।

তোমরা সাক্ষী থাকো, যারা আমার ঘর (কাবা) জিয়ারত করতে এসে এত কষ্ট স্বীকার করছে, নিশ্চয়ই আমি তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিলাম।’ (বুখারি)

‘আরাফার দিন আল্লাহ এত অধিক পরিমাণ জাহান্নামিকে অগ্নি থেকে মুক্তি দেন, যা অন্য কোনো দিবসে দেন না।’ (মুসলিম)

আগামীকালের এই দিনে সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করার চেষ্টা করবেন ।

আল্লাহ আমাদের তৌফিক দিন, আমীন ।

লেখক: আবুল কাশেম ( প্রবাসী )

Logo-orginal