, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে জায়ামাতের বিক্ষোভ

প্রকাশ: ২০১৫-০৯-০৩ ১৮:৫০:৪৩ || আপডেট: ২০১৫-০৯-০৩ ১৮:৫১:২৯

Spread the love

image
আরটিএমনিউজ২৪ডটকম চট্টগ্রামে:
সরকারের অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর। বৃহস্পতিবার সকালে নগরীর ডাবলমুরিং থানার ডি.টি রোড এলাকায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, “বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার হওয়ায় সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা না করে অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যা সাধারণ মানুষের জীবন যাত্রাকে আরো কষ্টদায়ক করে তুলবে”।

তিনি আরো বলেন, “বিশ্ববাজারে তেলের দাম কমলেও বর্তমান স্বৈরচারী সরকার এখনো তেলের দাম কমায়নি। উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা জনগণের সরকার নয়।

আরটিএমনিউজ২৪ডটকম/একে

Logo-orginal