, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

জিহাদি প্রশিক্ষণে মার্কিন ইহুদি তরুণ, মতলবটা কী?

প্রকাশ: ২০১৫-০৯-১২ ১৩:০০:৩০ || আপডেট: ২০১৫-০৯-১২ ১৩:০০:৫১

Spread the love

jhihbn

আরটিএমনিউজ২৪ডটকম, ইন্টা: ডেস্কঃ যুক্তরাষ্ট্রের এক ইহুদি তরুণ জিহাদির ছদ্মবেশ ধারণ করে জিহাদিদের বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় হামলায় নির্দেশনা দিতে গিয়ে এফবিআই’র হাতে গ্রেপ্তার হয়েছেন। খবর এএফপি ও হারেৎসের।

ফ্লোরিডার বাসিন্দা ওই তরুণের অনলাইন তৎপরতা প্রথমে নজরে আসে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের। এরপর তারা জানতে পারে যে সে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তখন বিষয়টি এফবিআই-কে জানানো হয়।

ফেয়ারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, ওই তরুণের নাম জশুয়া রাইন গোল্ডবার্গ। বয়স ২০ বছর।

‘অস্ট্রেলি উইটনেস’ ছদ্মনামে তিনি

নিজের তৈরি বোমার পাশে দাঁড়িয়ে ছবি তুলে অনলাইনে পোস্ট করেছে।

তিনি নিজেকে অস্ট্রেলিয়ার আইনজীবী জোস বার্নস্টেইন বলেও পরিচয় দিত।

নিজের একাউন্টে সে নিজের হাতের তৈরি দুই পাউন্ড বিস্ফোরক ভর্তি বোমার দাবি করেছে। এছাড়া কিভাবে প্রেসার কুকার বোমা তৈরি করে তাতে ইদুরের বিষ ও মেটাল যোগ করতে হয় তার প্রশিক্ষণ দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্তরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে গোল্ডবার্গ এ কাজে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে  সন্ত্রাসী হামলার প্রশিক্ষণের কথা স্বীকার করে।

অস্ট্রেলিয়ার পুলিশ এক বিবৃতিতে এএফপিকে জানায়, সে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।

অপরাধ প্রমাণিত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ধারণা করা হচ্ছে, জিহাদিদের যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার সুযোগ করে দিয়ে সে মুসলমানদের বেকায়দায় ফেলতে চেয়েছিল।

 

আরটিএমনিউজ২৪ডটকম/ জেড এইচ

Logo-orginal