, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar Arfat

বাস চালকের ছেলে লন্ডনের মেয়র প্রার্থী

প্রকাশ: ২০১৫-০৯-১১ ২১:০৫:১৫ || আপডেট: ২০১৫-০৯-১১ ২১:০৫:১৫

Spread the love

মেয়রপ্রার্থী

আরটিএমনিউজ২৪ডটকম, ইন্টা: ডেস্কঃ লন্ডনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য লেবার পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন সাবেক শ্যাডো বিচারমন্ত্রী সাদিক খান।

পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটে পরাজিত করে দলের হয়ে মনোনয়ন পান। পরাজিত পাঁচ প্রার্থীর মধ্যে সাবেক অলিম্পিকস মন্ত্রী টেসা জাওয়েলও ছিলেন।

শুক্রবার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে লেবার পার্টির প্রার্থী বাছাইয়ের পঞ্চম দফা ভোটে প্রায় ৫৯ শতাংশের সমর্থন পান সাদিক খান। তিনি মোট ৪৮,১৫২ ভোট পান।

প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে সাবেক মন্ত্রী টেসা জাওয়েল দ্বিতীয় সর্বোচ্চ ৪১.১ শতাংশ ভোট পেয়েছেন।

মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পর সাদিক খান বলেন, লন্ডনের এতো অধিবাসী আমার উপর আস্থা রাখায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে লন্ডনকে পরিবর্তন করতে পারি।

সাদিক খান বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয়ের এমপি। ২০১৬ সালের মে মাসে ভোটে লড়াই করবেন তিনি।

কনজারভেটিভ পার্টির বর্তমান মেয়র বরিস জনসন আগামী নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন। এ মাসের শেষের দিকে কনজারভেটিভ পার্টির প্রার্থী ঘোষণার কথা রয়েছে।

কনজারভেটিভ পার্টির প্রার্থিতার দৌঁড়ে জাক গোল্ডস্মিথ ও সৈয়দ কামাল এগিয়ে আছেন।

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

 

Logo-orginal