, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar Arfat

মাগুরায় গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ, আটক ৩

প্রকাশ: ২০১৫-০৯-০১ ১০:০৫:২৬ || আপডেট: ২০১৫-০৯-০১ ১০:০৫:২৬

Spread the love

 50780_14

আরটিএমনিউজ২৪ডটকম,মাগুরা:    পারিবারিক কলহের জের ধরে মাগুরায় সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, সোমবার রাত ৮টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহকারী এমএলএসএস সেলিনা খাতুন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবেনর কাজ শেষ করে নিজনান্দুয়ালীর বাড়িতে যাচ্ছিলেন।

ভূমি অফিস সড়কে পৌঁছালে ওঁৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর এসিড ছুড়ে মারে।

এ সময় সেলিনার মুখে ও কপালে এসিড লাগলে যন্ত্রণায় চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সেলিনার খাতুনের সতিন চম্পা খাতুন (৩৫), সেলিম হোসেন (৩৫) ও জাবেদকে (৩০) আটক করে।

আটক সেলিম ও জাবেদ শহর তলীর পারলা এলাকায় বাড়ি ও চম্পা খাতুনের ভাই বলে জানা গেছে। আহত সেলিনা খাতুন নিজনান্দুয়ালী গ্রামের কালু মিয়ার দ্বিতীয় স্ত্রী।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal