, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar Ziaul Hoque

মেডিকেল ভর্তির ফল প্রকাশঃ শতকরা পাশ ৫৮ দশমিক ৪ ভাগ

প্রকাশ: ২০১৫-০৯-২০ ১১:২৪:০২ || আপডেট: ২০১৫-০৯-২০ ১৩:১০:৩৩

Spread the love

index

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ শতকরা ৫৮ দশমিক ৪ ভাগ শিক্ষার্থী পাস করেছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায়।  স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে মোট ৪৮ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী। এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে লিখিত ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৭৫।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী জাগো নিউজকে বলেন, রোববার সকাল সাড়ে ১১টায় মহাখালী স্বাস্থ্য অধিদফতরের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য মোট ৮৪ হাজার ৭৮৪ টি আবেদন জমা পড়ে। ১৮ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশের ২৩টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে মোট ১ হাজার ৮২০ জন অনুপস্থিত থাকেন।

 

আরটিএমনিউজ২৪ডটকম/ জেড এইচ

Logo-orginal