, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

যে কারনে সনাক্ত যাচ্ছেনা হাজীদের মৃতদেহ

প্রকাশ: ২০১৫-০৯-১৩ ১১:১১:৩২ || আপডেট: ২০১৫-০৯-১৩ ১১:১১:৩২

Spread the love

image
নিজস্ব প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম মক্কাঃ হাজীদের মৃত দেহ সনাক্ত হতে আর কত বছর লাগবে ?
এমন প্রশ্ন তুলেছেন গনমাধ্যাম প্রতিনিধিরা ।

ভারতের পশ্চিম বংগের মোমেনা ইছমাইল ও কেরেলার মনিজা আহমদের লাশ ছাড়া অন্যকারো লাশ সনাক্ত না হওয়ায়, ক্ষোভ প্রকাশ করেছে সব মহল ।

কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার দুতাবাস প্রতিনিধি বা হজ্ব মিশনের কর্তারা আহতদের দ্রুত সনাক্ত করেছেন ।

মক্কা সিভিল সার্ভিসের উর্ধতন এক কর্মকর্তা জানান, হাজীদের আই ডি কার্ড সাথে না থাকায় সনাক্ত করা যাচ্ছেনা ।

মক্কার আল জহির হাসপাতালের একজন বিভাগীয় প্রধান জানান, অধিকাংশ ভিকটিমের চেহরা থেতলে যাওয়ায় লাশের সনাক্তকরণে ডিএনএ টেষ্টের প্রয়োজন পড়বে ।

গত শুক্রবারের মক্কা ট্র্যাজেডিতে নিহত ১০৭ জনের মৃতদেহ মিনার হিমাগারে রাখা হয়েছে ।

মৃতদেহের ফটো সংগ্রহকারী একজন সরকারী ফটোগ্রাফার জানিয়েছেন, সব দেশের প্রতিনিধিদের নিকট লাশের ফটো সরবরাহ কর হয়েছে ।

আহত ২৩৮ জনকে সনাক্ত করা গেলেও, মৃতদের সনাক্তকরণ জটিলতা ভোক্তভুগিদের উদ্ধেগ উৎকন্ঠা বেড়েই চলছে ।
image
এই দিকে শনিবার বিকালে কিং ফয়সাল ও আল জহির হাসপাতালে আহতদের দেখতে আসেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ , তিনি আহতদের চিকিৎসার খোজ খবর নেন ।

মক্কার গভর্নর প্রিন্স ফয়সাল আল খালেদ জানিয়েছেন, দ্রুত তদন্ত শেষ করে তাহা প্রকাশ করা হবে । কিং ফয়সাল হাসপাতালে আহতদের দেখতে এসে, গনমাধ্যামকে একথা বলেন মক্কার গভর্নর ।

উল্লেখ্য, গত শুক্রবার পবিত্র হারাম শরীফে ক্রেন ভেংগে পড়ে ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হয় !

আরটিএমনিউজ২৪ডটকম/ একে

Logo-orginal