, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar nu ajad

মিনা ট্রাজেডিতে শনাক্ত ১৩৭ বাংলাদেশি, এখনো নিখোঁজ ৫৩

প্রকাশ: ২০১৫-১০-১৮ ২০:৫৩:৩৭ || আপডেট: ২০১৫-১০-১৮ ২০:৫৪:০৯

Spread the love

 mina tragedy

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ   সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে  ১৩৭ জন বাংলাদেশিকে শনাক্ত এবং ৫৩ বাংলাদেশি হাজি এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এখনও ৫৩ জন বাংলাদেশির কোনো সন্ধান পাননি।

প্রতিমন্ত্রী জানান, যে ১৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে পরিচয় জানা গেছে ৯৬ জনের। আহতদের বেশ কয়েকজন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিতৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনার ঘটে।  ঐ ঘটনায় ৭৬৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal