, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

সৌদি পুলিশের মহানুভবতা, সৎ কাজে আল্লাহর ওয়াদা

প্রকাশ: ২০১৫-১০-১৩ ১৪:২৬:৩৬ || আপডেট: ২০১৫-১০-১৩ ১৪:২৬:৩৬

Spread the love

সৌদি পুলিশের মহানুভবতা, সৎ কাজে আল্লাহর ওয়াদা
নিজস্ব প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম, মধ্যপ্রাচ্যেঃ ইনসানিয়াত বা মনুষ্যত্ব আজকের দিনে বড়
দুর্লভ, তবে গল্প আর নাটকে এখনো জীবিত ।
মহানুভবতা বা দয়া করার এমন অনেক দৃশ্য মানুষের বিবেককে নাড়া দেয় ।

সেই মহানুভবতা দেখিয়ে ইনসানিয়াতের দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদির এক নিরপত্তা কর্মী ।

পশুর প্রতি দয়া করে নজরে আসা এই ব্যক্তি সৌদি পুলিশে বিভাগে কর্মরত ।

ছবিতে দেখা যায়, ডিউটির পোষাক পরা এই ব্যাক্তি একটি বিড়ালকে পানি পান করাচ্ছে ।

এই দৃশ্য মিডিয়ায় প্রকাশিত হলে শুরু হয় ব্যাপক তোলপাড় । ব্যাপক আলোচিত হতে থাকে সোশ্যাল মিডিয়ায় ।

রেড সি পোর্ট খ্যাত জেদ্দার এক রেসৄতোরার মালিক ১ বছরের ফ্রি খাবার দেওয়ার ঘোষণা দিয়েছে ঐ পুলিশের জন্য ।

ক্ষুধার্ত ও পিপাসার্ত বিড়ালকে নিজহাতে পানি পান করে আলোচনায় আসা এই নিরপত্তা কর্মীকে সম্মানিত করতে আগ্রহ জানিয়েছেন অনেক আরব ধনপতি ।

সৌদিআরবের আল ওকাজ পত্রিকা সুত্রে প্রকাশ, জেদ্দার একটি রেস্তোরার মালিক আবদুল্লাহ আল হারথি ১ম ঐ ব্যক্তিকে মিডিয়ার নজরে আনেন এবং তার অনুরোধের কারনে পরিচয় প্রকাশে অপরাগতা প্রকাশ করেন ।

উল্লেখ্য, আল কুরআনের বিভিন্ন সুরাতে অসংখ্য বার সৎ কাজর পুরস্কার ও সম্মানিত করার ওয়াদা করা হয়েছে, যাহা দুনিয়া ও আখেরাতে প্রদান করা হবে ।

আরটিএমনিউজ২৪ডটকম-একে

Logo-orginal