, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

জবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

প্রকাশ: ২০১৫-১১-০৬ ১৭:৩৩:০৭ || আপডেট: ২০১৫-১১-০৬ ১৭:৩৩:০৭

Spread the love

জবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩
আরটিএমনিউজ২৪ডটকম,ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসএমএস জালিয়াতির দায়ে জবি শিক্ষার্থীসহ ৩ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেল ৩টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষন পর তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসিদুল ইসলাম ও রাকিবুল এবং ভর্তি পরীক্ষার্থী মোকাম উদ্দীন গাজী।

মোকাম উদ্দীন গাজীকে বাংলাবাজার গার্লস স্কুলস কেন্দ্রের ৩০৫ নং কক্ষ থেকে আটক করা হয়। তার সহযোগিদের পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকা থেকে আটক করা হয়।

এবার ‘ডি’ ইউনিটের ৫৬০টি আসনের (মানবিক-৩৫০, বিজ্ঞান-১৩৪ ও বাণিজ্য ও অন্যান্য-৭৬) বিপরীতে ৪৯ হাজার ৯৩০ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে ৮৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর জেনে নেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার মোবাইলের এসএমএস দেখে অন্যদের আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

আরটিএমনিউজ২৪ডটকম/ একে

Logo-orginal