, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar nu ajad

মেনুতে মদ, এলিসি প্রাসাদের রাষ্ট্রীয় নৈশভোজের বর্জন

প্রকাশ: ২০১৫-১১-১১ ২২:৫৫:৪৪ || আপডেট: ২০১৫-১১-১১ ২২:৫৭:০৭

Spread the love

Hasan Ruhani

আরটিএমনিউজ২৪ডটকম,তেহরান: ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সম্মানে এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হলেও তাতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানি নেতা। কারণ মেনুতে মদও রয়েছে।

ফরাসি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর একজন ইরানি কূটনীতিক এর সত্যতা নিশ্চিত করেছেন।

‘ইসলামী বিশ্বাস এবং শিক্ষা অনুসারে যেসব অনুষ্ঠানে মদ পরিবেশন করা হয় তাতে ইসলামী প্রজাতন্ত্রের (ইরানের) কর্মকর্তারা অংশগ্রহণ করেন না,’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রোটোকল কর্মকর্তাকে উদ্ধৃত জানায় ইরানের ইসনা সংবাদ সংস্থা।

এর আগে আরটিএল রেডিও জানায়, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ রুহানির সম্মানে এলিসি প্রাসাদে এক নৈশভোজের আয়োজন করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা বাতিল করেন। কারণ ইরান দাবি করেছে যে নৈশভোজ হতে হবে মদ-মুক্ত।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রেসিডেন্ট রুহানি ১৪-১৭ নভেম্বর ফ্রান্স ও ইতালি সফর করবেন। সফরে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের সাথে চুক্তির পর রুহানির এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ১৯৯৯ সালের অক্টোবরে ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এলিসি প্রাসাদের এক সংবর্ধনা বর্জন করেছিলেন। সেখানেও মদ পরিবেশন করার কথা ছিল। সূত্র: এএফপি

আরটিএমনিউজ২৪ডটকম/এনএ

Logo-orginal