, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar Arfat

শাহরুখের শরীর ভারতে, আত্মা পাকিস্তানে : বিজেপি নেতা

প্রকাশ: ২০১৫-১১-০৪ ১১:৫২:২০ || আপডেট: ২০১৫-১১-০৪ ১১:৫৭:০১

Spread the love

66852_126

আরটিএমনিউজ২৪ডটকম, ইন্টা: ডেস্কঃ   বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন বিজেপির জ্যেষ্ঠ নেতা কৈলাস বিজয়ভার্গিয়া। তিনি বলেন, ‘শাহরুখ খান বাস করেন ভারতে, তাঁর আত্মা পাকিস্তানে।’ তবে এ কথা বলার পর নিজ দলসহ বিভিন্ন দল থেকেও তিনি সমালোচিত হচ্ছেন। গত সোমবার শাহরুখ খান তাঁর ৫০তম জন্মদিনে এনডিটিভিকে বলেন, ‘ধর্মীয় অসহিষ্ণুতার মতো খারাপ কিছু হতে পারে না এবং এটা ভারতকে অন্ধকার যুগে নিয়ে যাবে।’ শাহরুখ খান বলেন, ‘ধর্ম বা এর প্রতি শ্রদ্ধা গো-মাংস খাওয়ার অভ্যাসকে দিয়ে সংজ্ঞায়িত হতে পারে না। এটা খুব মামুলি ও অর্থহীন ব্যাপার।’ গো-মাংস খাওয়ার গুজবে জনতার হামলায় এক ব্যক্তিকে হত্যার প্রতিবাদে যেসব লেখক, চলচ্চিত্রকার ও অন্য যাঁরা ভারতের রাষ্ট্রীয় পুরস্কার ফেরত দিয়েছেন, তাঁদের যৌক্তিক বলে অভিহিত করেন শাহরুখ।

বলিউড অভিনেতার উদ্দেশে মধ্যপ্রদেশের সাবেক মন্ত্রী কৈলাস তাঁর টুইটার বার্তায় বলেন, ‘এটা বিশ্বাসঘাতকতা নয়? ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হতে যাচ্ছে। পাকিস্তানসহ ভারতবিরোধী সব শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ টুইটারে বিজেপি নেতা বলেন, ‘ভারতে অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি সেই ষড়যন্ত্রেরই অংশ। শাহরুখের গলা পাকিস্তানের সঙ্গে মিলে যাচ্ছে এবং এগুলো ভারতবিরোধী শক্তি।’ তিনি বলেন, ‘যখন ১৯৯৩ সালে বোম্বেতে শত শত মানুষ নিহত হলো, শাহরুখ খান কোথায় ছিলেন? মুম্বাইয়ে যখন ২৬/১১ হামলা হলো, শাহরুখ কোথায় ছিলেন?’ তবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেন, ‘আমি তাঁর খোলাখুলি মন্তব্যের নিন্দা জানাচ্ছি।’ তিনি বলেন, কৈলাস বিজেপির মুখপাত্র নন এবং সে কারণে তাঁর কথা দলের কথা নয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, শাহরুখের বিরুদ্ধে বিজেপি নেতার মন্তব্য বিরক্তিকর।

 

 

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ জেড এইচ

Logo-orginal