, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar Ziaul Hoque

ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে তৈরি করুন দারুন সব ফুলদানি

প্রকাশ: ২০১৫-১২-২৪ ১৬:১১:০৫ || আপডেট: ২০১৫-১২-২৪ ১৬:১২:৪৯

Spread the love

maxresdefault 2_0

আরটিএমনিউজ২৪ডটকমঃ ফুলদানি শুধু ফুল সাজাবার জন্য নয়, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রেও এর অনেক অবদান রয়েছে। বাজার ঘুরলে মাটি, সিরামিক, রট আয়রণের, কাঠের নানা রকমের ফুলদানির দেখা মেলে। কিন্তু খবরে কাগজ দিয়ে তৈরি ফুলদানি কখনও দেখেছেন? পুরাতন ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে নিজেই তৈরি করে নিতে পারেন ফুলদানি। এর জন্য প্রয়োজন পরবে না খুব বেশি জিনিসের। ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারেন দারুন এই ফুলদানিটি!

উপকরণ:

খবরের কাগজ

আঠা বা আইকা

ব্রাস

প্লাস্টিকের খালি বয়াম

রং পেন্সিল

প্রণালী:

১। প্রথমে খবরের কাগজ একপাশ থেকে রোল করে পেঁচিয়ে নিয়ে আসুন।

২। রোলের শেষ মাথাটি আঠা বা আইকা দিয়ে লাগিয়ে দিন।

৩। এইরকম পেপার রোল ৮-১০টি তৈরি করে নিন।

৪। এখন প্লাস্টিকের বয়ামের বাইরের দেওয়ালে আঠা লাগান। খেয়াল রাখবেন হাত দিয়ে ধরার স্থানটিতে যেন আঠা না লেগে যায়।

৫। এবার কাগজের রোল দিয়ে বয়ামটি পেঁচিয়ে ফেলুন। শেষের মাথাটিতে আইকা লাগান,তারপর সেখান থেকে নতুন আরেকটি কাগজের রোল লাগিয়ে বয়ামটি পেঁচিয়ে ফেলুন।

৬। এইভাবে খবরের কাগজের রোল দিয়ে সম্পূর্ণ বয়ামটি পেঁচিয়ে ফেলুন।

৭। এখন পছন্দের যেকোন রং দিয়ে বয়ামটি রং করে ফেলুন।

৮। আরেকটি কাগজের স্টিক একপাশ থেকে রোল করে ফুলের মত গোল করে ফেলুন।

৯। কয়েকটি ফুলের মত তৈরি করে নিন।

১০। এখন কাগজের ফুলগুলো পছন্দমত বিভিন্ন রং করে ফেলুন।

১১। তারপর কাগজের ফুলগুলোর পিছনে আইকা বা আঠা লাগিয়ে কাগজে পেঁচানো বয়ামে লাগিয়ে ফেলুন।

১২। পছন্দমত ডিজাইন করে তৈরি করে ফেলুন খবরের কাগজের ফুলদানি।

 

আরটিএমনিউজ২৪ডটকম/জেড এইচ/একে

 

Logo-orginal