, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Avatar n_carcellar1957

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১২:১০:২৫ || আপডেট: ২০১৫-১২-২৬ ১২:১০:৪৯

Spread the love

BD-Team20151226052424আরটিএমনিউজ২৪ডটকম,ক্রীড়া ডেস্ক: সাফ মিশনে টিকে থাকার লড়াইয়ে আজ গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে দু`দলের এই ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-৪।

আসরে টিকে থাকতে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই মারুফুলের শীষ্যদের। জিতলে সেমিফাইনালের সম্ভাবনা থাকবে, ড্র করলেও টিকে থাকবে বাংলাদেশের সুযোগ। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারাতে হবে। আর মালদ্বীপ যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে তাতেও বাংলাদেশের জন্য লাভ।

তবে অধিনায়ক মামুনুল থেকে কোচ আত্মবিশ্বাসী সবাই। কোচ মারুফুল হক বলেছেন, ‘আশা করি মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারব। সেমিতে যাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে আমাদের সামনে। সেজন্য নিজেদের খেলাটা খেলতে চাই আমরা। এখন নিজেদের সামর্থ্যটা মাঠে দেখানোর পালা লাল-সবুজদের।

তবে হেড টু হেডে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। ১০ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় তিনটি, মালদ্বীপের দুটি। বাকি পাঁচটি ম্যাচ হয়েছে ড্র।

একদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনেকটাই স্বস্তিতে আছে মালদ্বীপ। এবার তাদের চোখ এখন বাংলাদেশের দিকে।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal