, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

বর্ষসেরা ছবিতে বাংলাদেশের সেই জয়

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১১:৫৬:০২ || আপডেট: ২০১৫-১২-২৬ ১১:৫৬:৫৯

Spread the love

rubelআরটিএমনিউজ২৪ডটকম,ক্রীড়া ডেস্ক: জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন তখন ১২ বলে ১৬ রান, হাতে ২ উইকেট। রুদ্ধশ্বাস অপেক্ষা তখন সমাপ্তির। কিন্তু ম্যাচের সেই উত্তেজনা আর দীর্ঘায়িত হলো কই! বাংলাদেশের পেসার রুবেল হোসেনের তিন বলেই যে সব শেষ! হ্যাঁ, ওয়ানডে বিশ্বকাপে এডিলেডের সেই গুরুত্বপূর্ণ ম্যাচটির চিত্র এটি।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ২৭৫ রান করেছিল, জবাব দিতে নেমে ২৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ফলে ১৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আর সেই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড।

সেই ম্যাচ জয়ের একটি ছবি আন্তর্জাতিক একটি ছবিভিত্তিক গণমাধ্যমে বর্ষসেরা ছবির তালিকায় স্থান পেয়েছে। ১০৬টি বর্ষসেরা ছবিতে ৯ নম্বরে রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের উল্লাসরত ছবিটি।

ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘এডিলেডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের নাসির হোসেন সতীর্থদের সঙ্গে জয় উদযাপন করছেন।’

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

 

Logo-orginal