, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

নুরুল আমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০১৬-০১-১০ ২১:১১:১৩ || আপডেট: ২০১৬-০১-১০ ২১:২০:১৭

Spread the love

মু. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

8165_1756037024629022_1380788285365645678_nচট্টগ্রাম: পৌরসভা নির্বাচনে সাতকানিয়ায় দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ব্যবসায়ী নুরুল আমিনের হত্যার বিচারের দাবিতে মানবন্ধন পালন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নিহত নুরুল আমিনের স্ত্রী নুরুন্নাহার বেগম সন্তান সাকিবসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে ছেলে সাকিব বলেন, হত্যাকাণ্ডের পর থেকে মামলা তুলে নিতে আসামিরা আমাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে ফলে আমরা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন, সব হত্যাকাণ্ডের বিচার হবে। তাহলে আমরা আমাদের পিতার হত্যার বিচার কেন পাচ্ছি না? সাকিব আরো বলেন, এই ঘটনায় মামলা হলেও আসামিসন্ত্রাসী মোজাম্মেল হক ভোলা, জিয়াউর রহমান জিয়া, মঈনু, হেলালকে পুলিশ কাউকে গ্রেপ্তার না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রোববার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করতে এলে এখানেও হত্যাকারীরা হামলা চালানোর হুমকি দেয়।

নিহত নুরুল আমিনের স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, হত্যাকাণ্ডে ১১ দিনেও কোন সুবিচার না পেয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি। ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও পিতৃহারা একজন সন্তান, পিতৃহারা পরিবারের কষ্ট আপনিও বুঝতে পারেন। আপনি ছাড়া আমাদের কেউ ন্যায় বিচার দিতে পারবেনা’।

ছাত্রনেতা আবদুল্লাহ-আল রুবেল ও ফরহাদুল ইসলামের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ৯নং ওয়ার্ড আবু তাহের বিএসসি, আবদুল হালিম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম আনু, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি মো: শাকিল মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রাশেদুল আফরীন জিসান, মহানগর ছাত্রলীগ উপনেতা আবদুল আহাদ, মো: শামীম, আমিনুল ইসলাম, ওহীদুল আলম, মো: কায়েস, শাহ আজিজ, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন, মামুন।

অন্যান্য বক্তারা গত ৩০শে ডিসেম্বর সাতকানিয়া পৌরসভা নির্বাচনে সন্ত্রাসীদের গুলিতে নিহত নুরুল আমিনের হত্যাকারী নৈপথ্যের গডফাদার ও অস্ত্রের যোগানদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal