, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

বর্ষসেরার ফুটবলার কে? মেসি, রোনালদো নাকি নেইমার?

প্রকাশ: ২০১৬-০১-১১ ১০:৫৪:২৮ || আপডেট: ২০১৬-০১-১১ ১১:০৩:৫৫

Spread the love
ক্রীড়া ডেস্ক,আরটিএমনিউজ২৪ডটম

1452487517ঢাকা:আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসান হবে কোটি ফুটবল ভক্তের অনেক জল্পনা-কল্পনার। কার হাতে উঠছে এই বছরের পুরুষ ফুটবলের বর্ষসেরার পুরস্কার? ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালন ডি’ অর জিতে নেবেন লিওনেল মেসি?

টানা তৃতীয়বারের মতো আর্জেন্টাইন জাদুকরের হাসি ম্লান করে দিবেন ক্রিশ্চিয়ানো রোনালদো? নাকি সবাইকে তাক লাগিয়ে প্রথমবারের মতো বর্ষসেরার মুকুট পড়বেন নেইমার?   গণমাধ্যমের গুঞ্জন অনুয়ায়ী সতীর্থ নেইমার আর প্রতিদ্বন্দ্বী রোনালদোর তুলনায় এবার এগিয়ে আছেন মেসি।

গত মৌসুমটা এক কথায় দুর্দান্ত কাটিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বার্সেলোনার ট্রেবল জয়ের মূল কারিগর ছিলেন তিনিই। বরাবরের সমালোচনাকে উড়িয়ে দিয়ে জাতীয় দলের জার্সিতেও ছিলেন দুর্দান্ত। শিরোপা জেতাতে না পারলেও চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকা আসরে দলকে নিয়ে গেছেন ফাইনালে।

বার্সেলোনা এবং আর্জেন্টিনার জার্সিতে ৫২ গোল করেছেন মেসি। গোলে সহায়তা করেছেন ২৬টিতে। মৌসুমের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত বোধহয় উপহার দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের খেলায় পেপ গার্দিলার বায়ার্ন মিউনিখের বিপক্ষে মেসির দ্বিতীয় গোলটি এখনো চোখে লেগে আছে ফুটবল প্রেমীদের। বার্সা এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় গোলটিই ভেঙ্গে দিয়েছিল জার্মান জায়ান্টদের আত্মবিশ্বাস।   গোলসংখ্যার দিক দিয়ে রোনালদোর তুলনায় কিছুটা পিছিয়ে আছেন বার্সা তারকা। তবে দলীয় নৈপুণ্য বিবেচনায় মেসির ধারে-কাছেও নেই পর্তুগীজ তারকা। তাই ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে থাকবেন মেসিই।

গত সাতবারে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রোনালদো। দু’জনে মিলে ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিয়েছেন প্রত্যেকবার। তবে এবার মঞ্চে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী বোধহয় নেইমার। বার্সেলোনা এবং ব্রাজিলের জার্সি গায়ে মেসির চেয়ে ছয় গোল কম করেছেন ব্রাজিলিয়ান তারকা। গোলে সহায়তা করেছেন ১৭টিতে। জাতীয় দলের নৈপুণ্যে মেসির তুলনায় পিছিয়ে আছেন নেইমার। তবে বার্সার সাফল্যে নেইমার নাকি মেসির অবদান বেশি— তা নিয়ে তর্ক করতে পারেন তাদের ভক্তরা।

আজ ব্যালন ডি’অর ট্রফি ব্রাজিলিয়ার সেনসেশনের হাতে উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না।   টানা দুইবার বর্ষসেরার পুরস্কার জিতে নিলেও এবার রোনালদোর পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যক্তিগত নৈপুণ্যে বরাবরের মতোই ছিলেন সমহিমায় উজ্জ্বল। ৫৭ গোল নিয়ে মেসি-নেইমারের তুলনায় ব্যক্তিগতভাবে কিছুটা এগিয়ে পর্তুগীজ তারকা। তবে দলীয় সাফল্য বিবেচনায় টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর পুনস্কারটা তার হাতে না ওঠার সম্ভাবনাই বেশি।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal