, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

বার্সাকে ছাড়িয়ে শীর্ষে অ্যাতলেটিকো

প্রকাশ: ২০১৬-০১-০৩ ১৩:৪৫:১৯ || আপডেট: ২০১৬-০১-০৩ ১৩:৪৫:৫৫

Spread the love

ক্রীড়া ডেস্ক,আরটিএমনিউজ২৪ডটকম

2016_01_03_12_57_37_M4EoTQOuBurPAuTdzkJHiwehONtFef_originalঢাকা: এবারও হয়তো চমক দেখাতে যাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। নতুন বছরের প্রথম ম্যাচেই ছাড়িয়ে গেলেন স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। শনিবার রাতে লেভান্তেকে ১-০ গোলে হারায় মাদ্রিদের এই ক্লাবটি। টি পার্টির একমাত্র জয়সূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে অ্যাতলেটিকো। একইদিনে এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার গোলশূন্য ড্রয়ের হতাশাই দলটিকে নিয়ে গেছে শীর্ষে। ১৮ ম্যাচে অ্যাতলেটিকোর পয়েন্ট এখন ৪১। এক ম্যাচ কম খেলে বার্সার অর্জন ৩৯ পয়েন্ট। দলটি রয়েছে দ্বিতীয় স্তানে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোববার জয় পেলেও রিয়াল অবশ্য দ্বিতীয় স্থানটা অর্জন করে নেবে। কারণ ১৭ ম্যাচে রিয়ালের অর্জন এখন ৩৬ পয়েন্ট। তবে দলটি গোল ব্যবধানে কাতালানদের চেয়ে এগিয়ে রয়েছে।

বার্সা শনিবার পয়েন্ট খোয়ানোর কারণেই শীর্ষস্থান ধরে রাখতে পারেনি। অ্যাতলেটিকো ম্যাচে খেলেছে প্রাধান্য বিস্তার করেই। পাল্টা আক্রমণে একাধিকবার প্রতিপক্ষের গোলমুখে শট নেয়। অন্তত তিনবার এমন শট  ফিরে আসে ক্রসবারে লেগে। ৭৩ মিনিটে মার্টিনেজকে তোলে থমাসকে মাঠে নামানো হয়। মাত্র নয় মিনিটের মধ্যেই তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন।

অ্যাতলেটিকো দিয়েগো সিমিওনের অধীনেই ২০১৩-১৪ মৌসুমে লা লিগা শিরোপা জিতে। একইবছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ফাইনালে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। পরবর্তী মৌসুমটা খুব ভালো কাটেনি দলটির। তবে এবার যে শিরোপার লড়াইয়ে দলটি থাকবে সেকথা ‍বুঝিয়ে দিয়ে দিচ্ছে খুব ভালোভাবেই। এমনকি ইউরোপ সেরার লড়াইয়েও তারা রয়েছে নকআউটপর্বে।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal