, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

লোহাগাড়ায় এমবিসি ইট ভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

প্রকাশ: ২০১৬-০১-০৫ ১৯:৫৫:৪১ || আপডেট: ২০১৬-০১-০৫ ১৯:৫৯:৪১

Spread the love

 জাহেদুল ইসলাম, লোহাগাড়া-সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি

12468025_517716548407415_35018191_nচট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া এলাকায় অবস্থিত নুরুল আলমের মালিকানাধীন এমবিসি ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৫ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান ওই ইটভাটায় অভিযান চালান। ড্রাম চিমনী ব্যবহার, কাঠ পোড়ানো এবং লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ওই ইটভাটাকে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে আরটিএমনিউজ২৪ডটকমকে জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যারা ইটভাটায় ড্রাম চিমনী ব্যবহার এবং কাঠ পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

তিনি আরো জানান, ড্রাম চিমনী ব্যবহারের ফলে নির্গত ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং সালেকসংশ্লোষণ ব্যাহত হয়। পর্যায়ক্রমে বড়হাতিয়ার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালিত হবে। ড্রাম চিমনী ব্যবহারে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal