, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

আটক নাগরিকের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ জার্মান দূতাবাসের

প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১১:০৭:২১ || আপডেট: ২০১৬-০৬-১৬ ১১:০৭:২১

Spread the love
আটক নাগরিকের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ জার্মান দূতাবাসের
আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ কাশিমপুর কারাগারে বন্দী জার্মান নাগরিক শেমিজওয়া তমাস গোরাওতোভিজের ওপর অমানবিক নির্যাতন করার অভিযোগ করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।
তারা বলেছেন, কাশিমপুর কারাগারে বন্দী জার্মান নাগরিক শেমিজওয়া তমাস গোরাওতোভিজকে অমানবিক আচরণ ও মারধর করা হয়েছে।

জার্মান দূতাবাসে জার্মান নাগরিকের এই মামলা দেখভালের দায়িত্বে থাকা কাউন্সেলর অফিসার সম্প্রতি গোরাওতোভিজকে দেখতে কাশিমপুর কারাগারে যান।

ওই সময় কাউন্সেলর তাঁর দেহে আঘাতের চিহ্ন দেখতে পান বলে জানিয়েছেন। তাঁর হাত-পায়ে বড় আঘাতের চিহ্ন দেখতে পান। তাঁর বাঁ হাঁটু প্রচ- ফুলে গেছে। এতে তিনি হাঁটতে পারছিলেন না।

জার্মান সরকারের এ অভিযোগের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বুধবার চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গোয়েন্দা শাখায়ও এই চিঠির অনুলিপি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, কারা কর্তৃপক্ষ যদিও বলেছে, গোরাওতোভিজকে যথেষ্ট সমাদর করা হয়েছে। বাস্তবে গত ৫ মে শেষ হওয়া পাঁচ দিনের রিমান্ডের পরই এসব আঘাতের চিহ্ন তাঁর দেহে দেখা যায়। গোরাওতোভিজের প্রতি এ ধরনের অমানবিক আচরণের কঠোর প্রতিবাদ জানায় জার্মানি।

গোরাওতোভিজের সুরক্ষায় এবং স্বাস্থ্যের প্রতি নজরদারি বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানায় জার্মানি।

উল্লেখ্য, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

Logo-orginal