, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আর্জেন্টিনা পারবেতো আমেরিকাকে হারিয়ে দিতে

প্রকাশ: ২০১৬-০৬-২১ ১৩:২০:৪৬ || আপডেট: ২০১৬-০৬-২১ ১৩:২০:৪৬

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনা পারবেতো আমেরিকাকে হারিয়ে দিতে” এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোটি কোটি আর্জেন্ররটিনা সাপোর্টারের মনে।

কোপা আমেরিকা ফুটবল ইতিহাসে লাতিন আমেরিকার বাইরের কোনো দেশ শিরোপার স্বাদ পায়নি। দু’বার এর ফাইনালে স্বপ্ন ভাঙে উত্তর আমেরিকার দল মেক্সিকোর।

তবে এবার ইতিহাস গড়তে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার বাইরে কখনো এ ফুটবল আসর আয়োজিত হয়নি। তবে আসরের শতবর্ষ উপলক্ষে বিশেষ কোপা আমেরিকা ফুটবলযজ্ঞ বসেছে যুক্তরাষ্ট্রে। আর এবারের সেমিফাইনালে উত্তর আমেরিকার একমাত্র দল তারাই। যদিও ফাইনালের গৌরব কুড়াতে হলে এবার তাদের পাড়ি দিতে হবে কঠিন পথ।
কোপা আমেরিকা সেন্টেনারিও আসরে কাল প্রথম সেমিফাইনালে মাঠে নামছে ফেভারিট আর্জেন্টিনা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় কাল সকাল ৭টায়। ফিফা র‌্যাঙ্কিংয়ের একনম্বর দল আর্জেন্টিনা ফর্ম দেখাচ্ছে এবারের কোপা আমেরিকা আসরেও। আসরে চার ম্যাচে তারা পেয়েছে ১৪ গোল। ফর্মের তুঙ্গে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিও। আসরের তিন ম্যাচে চার গোল ও দু’টি অ্যাসিস্ট রয়েছে মেসির। তবে আর্জেন্টাইনদের মোকাবিলার আগে আত্মবিশ্বাস দেখাচ্ছেন স্বাগতিক মার্কিন তারকারাও। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ববি উড বলেন, আমাদের আত্মবিশ্বাস রয়েছে যে কোনো দলকে আমরা হারাতে পারবো।’  কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে জয়সূচক গোলটি পান জার্মান ক্লাব হামবুর্গের মার্কিন স্ট্রাইকার ববি উডই। আসরে টানা তিন জয় নিয়ে ফর্ম  দেখাচ্ছে মার্কিনরাও।
সূচনা ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হার দেখে কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের যুক্তরাষ্ট্র। গত বছর কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে মেক্সিকোর কাছে শিরোপা খোয়ায় মার্কিনিরা। কনফেডারেশন কাপের প্লে-অফে ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রকে মলিন দেখাচ্ছিল বিশ্বকাপ বাছাই পর্বেও।  গতবছর অধিনায়কত্ব হারান ক্লিন্ট ড্যাম্পসি। তবে কোপা আমেরিকায় ফর্ম দেখাচ্ছেন এ মার্কিন স্ট্রাইকার। এ পর্যন্ত তিন গোল পেয়েছেন তিনি।
দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মার্কিনরা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ১০ জনের যুক্তরাষ্ট্র। আর কোয়ার্টার ফাইনালের ২-১ গোলে জয় কুড়ায় শক্তিধর লাতিন দল ইকুয়েডরের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে এবারের কোপা আমেরিকা মিশন শুরু করে আর্জেন্টিনা। ইনজুরির কারণে ওই ম্যাচে অধিনায়ক মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বাধিক ১৪ বারের চ্যাম্পিয়নরা।
এখানে ১৫ শিরোপার রেকর্ড উরুগুয়ের।  দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে ৫-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। খেলা শেষের ৩০ মিনিট আগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক নৈপুণ্য দেখান লিওনেল মেসি। গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারানোর পর সেমিফাইনালে ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টাইনরা জয় কুড়ায় ৪-১ গোলে। গ্রুপ পর্বে দুই ম্যাচে সাকুল্যে ৭৫ মিনিট খেলতে দেখা যায় মেসিকে। তবে কোয়ার্টার ফাইনালে মেসি জায়গা নেন আর্জেন্টিনা দলের শুরুর একাদশেই। আর ম্যাচে এক গোল নিয়ে লিওনেল মেসি ছুঁয়ে ফেলেন সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতার এক রেকর্ড। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে সর্বাধিক ৫৪ গোলের রেকর্ড এ দুই ফুটবলারের। তবে ক্যারিয়ারে মেসির বড় অতৃপ্তিটাও জাতীয় দলের জার্সি গায়েই। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে কোনো শিরোপার স্বাদ পাননি বিশ্বসেরা এ ফুটবলার। আর আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপার মুখ দেখছে না দীর্ঘ ২৩ বছর।

Logo-orginal