, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কোরআন শুনতে মানুষের ঢল

প্রকাশ: ২০১৬-০৬-২৮ ২১:১৩:১০ || আপডেট: ২০১৬-০৬-২৮ ২১:১৩:১০

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ পবিত্র কুরআন শোনার জন্য ল্কখ মানুষের ভীড় করছে তানজানিয়ার ঐতিহাসিক দারুস সালামের এই স্টেডিয়ামে। ক্রিকেট কিংবা ফুটবল খেলায় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ দর্শক দেখেছেন অহরহই। হয়তো কোনো খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনায় কনসার্টেও দেখে থাকবেন। কিন্তু কোরআন প্রতিযোগিতায়ও এভাবে স্টেডিয়াম ভর্তি মানুষ দেখেছেন?

আফ্রিকার রাষ্ট্র তানজানিয়ায় একটি স্টেডিয়ামে এভাবেই লোক জড়ো হয়েছিল কোরআন তেলাওয়াত শুনতে।

রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টেডিয়ামে কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতি বছরই দেশটিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, আফ্রিকার দেশ তানজানিয়া কুরআনের হাফেজ, সুন্দর তেলাওয়াত ও সুন্দর কন্ঠের জন্য প্রসিদ্ধ ।

 

Logo-orginal