, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা

প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১৩:৫৯:৫৮ || আপডেট: ২০১৬-০৬-১৫ ১৩:৫৯:৫৮

Spread the love

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা

 

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ  এবার সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা। গম কিংবা আটার বাজারমূল্য হিসাব করে ইসলামিক ফাউন্ডেশন ফিতরার পরিমাণ নির্ধারণ করেছে।

 

বুধবার সকালে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ‘ফিতরা নির্ধারণী’ বৈঠক শেষে ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালাম এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা।

 

১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এই হিসাবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬০ টাকা, তার আগের বছর ছিল ৬৫ টাকা।

 

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, ঈদুল ফিতরের নামাজের আগেই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা আদায় করতে হয়।ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে ফিতর নির্ধারণী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

Logo-orginal