, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

গুলশানে জঙ্গি হামলায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২০১৬-০৭-০২ ২২:১২:৫৩ || আপডেট: ২০১৬-০৭-০২ ২২:১২:৫৩

Spread the love

 

নিহত ইশরাত আখন্দ, ফেসবুক থেকে

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ গুলশানের রেস্তোরাঁয় শুক্রবার রাতে জঙ্গিদের হামলায় তিনজন বাংলাদেশী নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

কর্তৃপক্ষের তরফে এবিষয়ে এখনও কিছু না বলা হলেও নিহতদের পরিবার থেকে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সামরিক বাহিনীর মুখপত্র আইএসপিআর থেকে বলা হয়েছিলো যে নিহত কুড়িজনের মধ্যে বেশিরভাগই বিদেশি। কয়েকজন বাংলাদেশীও মারা গিয়ে থাকতে পারেন।

কর্তৃপক্ষ বলছে, নিহতদের শনাক্ত করার কাজ চলছে।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে চালানো এই জঙ্গি হামলায় ২০ জন নিহত হয়েছে।

তাদের মধ্যে ৯জন ইতালি, ৭ জন জাপানি, তিনজন বাংলাদেশি আর একজন ভারতীয় নাগরিক।

জানা যাচ্ছে, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার মালিক লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হয়েছেন।

নিহত অন্য দু’জন হচ্ছেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর।

ফারাজ আইয়াজ হোসেন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতেন। গ্রীষ্মের ছুটিতে তিনি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। আগামী মাসেই তার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিলো।

তার পরিবারের সদস্যরা বলেছেন, ফারাজ তার বন্ধুদের সাথে নিয়ে শুক্রবার হলি আর্টিজান বেকারিতে গিয়েছিলেন।

উৎসঃ বিবিসি

Logo-orginal