, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

জনস্বার্থে ৩ চ্যানেল বন্ধ হওয়া জরুরী”

প্রকাশ: ২০১৬-০৭-২৬ ০৯:৪৭:০২ || আপডেট: ২০১৬-০৭-২৬ ০৯:৪৭:০২

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ  সামাজিক অবক্ষয় রোধ, পারিবারিক বন্ধন অটুট ও যুবক-যুবতীদের মান ধরে রাখতে চ্যানেল গুলি বন্ধ হওয়া জরুরী,

এমন মতামত ব্যক্ত করেছেন সমাজ বিজ্ঞহানীরা ।

অভিবাবকদের দাবী দ্রুত বন্ধ করা হউক ভারতীয় এইসব টিভি চ্যানেল ।

দেশের সামাজিক অবক্ষয়ের ঘটনায় ভারতের তিন টিভি চ্যানেল বন্ধে উচ্চ আদালতের জারি করা রুল শুনানিতে উঠছে প্রায় দুই বছর পর।

আজ মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। আর রুল শুনানির এ বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

এর আগে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস, স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত অনুষ্ঠান দেখে বাংলাদেশে শিশু-কিশোরদের আত্মহত্যা, পরকিয়া, তালাক এবং সংসার ভাঙা বৃদ্ধি পাওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়।

পরে বিষয়টি নিয়ে ২০১৪ সালের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টে রিট দায়ের করেন। এতে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, যাদু ব্রডব্যান্ডের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদি করা হয়।

সে সময় প্রাথমিক শুনানি শেষে ১৯ অক্টোবর ওই তিন টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। যা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আজ মঙ্গলবার শুনানি রাখা হয়েছে।

Logo-orginal