, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

বিদেশীদের নিরাপত্তা আতঙ্কে ঢাকায় সম্মেলন বাতিল

প্রকাশ: ২০১৬-০৭-১২ ২১:৫৪:৫৮ || আপডেট: ২০১৬-০৭-১২ ২১:৫৪:৫৮

Spread the love

bangladesh terror              ঢাকার অভিজাত গুলশান এলাকা

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ  ঢাকার গুলশানে হলি  আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলায় বিদেশী হত্যার ঘটনার নেতিবাচক প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে।

বাংলাদেশে আসতে অনিচ্ছা র কারণে ঢাকায় নির্ধারিত অন্তত দুটো আন্তর্জাতিক সম্মেলন আয়োজকদের বাতিল করতে হয়েছে।

সেপ্টেম্বরে ঢাকায় নির্ধারিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারনেট খাতের বিশেষজ্ঞদের একটি সম্মেলন এখন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

সম্মেলনের আয়োজক সংস্থা বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস্‌ অ্যাসোসিয়েশনের মহাসচিব এমদাদুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন অংশগ্রহণকারীরা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন বলে বাধ্য হয়ে সম্মেলন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে।

“আমরা প্রস্তুত ছিলাম, ভেন্যু প্রস্তুত ছিলো, কিন্তু অধিকাংশ ডেলিগেট ঢাকায় আসতে ভয় পাচ্ছেন।“

তিনি বলেন তথ্য প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের একটা পরিচিতি হওয়ার সুযোগ তৈরি হয়েছিলো, কিন্তু ‘আমরা বঞ্চিত হলাম।‘

নিরাপত্তা নিয়ে বিদেশীদের উদ্বেগের কারণে অর্থ পাচার সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলনও বাতিল হয়েছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের এ সম্মেলনটি হওয়ার কথা ছিলো এ মাসের শেষ সপ্তাহে।

আয়োজক সংস্থা বাংলাদেশে ব্যাংকের একটি কর্মকর্তা নিশ্চিত করেছেন সম্মেলনটি হচ্ছেনা।

ঢাকা
  গুলমানের রেস্তোরায় সন্ত্রাসী হামলার দিনে গুলশানের রাস্তায় সেনাবাহিনী

এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থায় কর্মরত বিদেশী কর্মচারীদের অনেকে ইদের ছুটি শেষে বাংলাদেশে ফেরেননি বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অক্সফামের বাংলাদেশে অফিসের প্রধান স্নেহাল ভি সোনেজি বিবিসি বাংলাকে বলেন, বিদেশীরা এ মুহূর্তে বাংলাদেশে আসা বিপজ্জনক মনে করছেন।

তিনি জানান, অস্ট্রেলিয়া থেকে সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অক্সফামের কর্মীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকায় আমেরিকার দূতাবাস জানিয়েছে, বিদেশী কর্মচারীদের বলা হয়েছে তারা চাইলে পরিবার বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিতে পারে।

উৎসঃ বিবিসি বাংলা

Logo-orginal