, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

গ্যাস লিকেজ এলাকায় মরে যাচ্ছে মাছ, শুকিয়ে যাচ্ছে গাছ

প্রকাশ: ২০১৬-০৮-২৩ ১৬:২৬:৪৪ || আপডেট: ২০১৬-০৮-২৩ ১৬:২৬:৪৪

Spread the love
গ্যাস লিকেজ এলাকায় মরে যাচ্ছে মাছ, শুকিয়ে যাচ্ছে গাছ
গ্যাস লিকেজ এলাকায় মরে যাচ্ছে মাছ, শুকিয়ে যাচ্ছে গাছ

 

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রামঃ  চট্টগ্রামের আনোয়ারায় ডাই ্এ্যামোনিয়া ফসফেট ডিএপি কারখানায় ট্যাংকার বিস্ফোরণের ১২ ঘন্টার মাথায় কারখানাটির আশপাশের খামারের মাছ ব্যাপক হারে মরে গেছে । মঙ্গলবার সকাল আটটার পর থেকে স্থানীয় মৎস্য খামারীরা তাদের খামারের মাছ মরে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন।

বেলা সাড়ে এগারোটার দিকে  আবু সৈয়দ নামের একজন খামারী তার খামারের মৃত বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে ডিএপি কারখানার প্রধান ফটকের সামনে এনে রাখেন।

এসময় তিনি সাংবাদিকদের মৃত মাছ দেখিয়ে বলেন, “গ্যাস ছড়িয়ে পড়ায়  খামারের মাছগুলোর অধিকাংশই মরে গেছে, এখন এসব মাছ তুলে অনত্র্য ফেলে দিতে হবে।

“আমার খামারের আশপাশের সব খামারের মাছই মরে গেছে, খামারের পাড়ে থাকা গাছগুলোর পাতা জ্বলে গেছে, এসব গাছগুলোও মরে যাবে, আশংকা প্রকাশ করেন তিনি।

 

 

 

 

 

Logo-orginal