, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

অবশেষে মারা গেল ‘বঙ্গ বাহাদুর’ খ্যাত সেই হাতিটি

প্রকাশ: ২০১৬-০৮-১৬ ০৮:৩৯:৫৯ || আপডেট: ২০১৬-০৮-১৬ ০৮:৩৯:৫৯

Spread the love
অবশেষে মারা গেল 'বঙ্গ বাহাদুর' খ্যাত সেই হাতিটি
অবশেষে মারা গেল ‘বঙ্গ বাহাদুর’ খ্যাত সেই হাতিটি

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বন্য হাতি ‘বঙ্গ বাহাদুর’ শেষ পর্যন্ত মারা গেছে। আজ মঙ্গলবার ভোরে দিকে মারা যায়।
আমাদের সরিষাবাড়ী (জামালপুর) এস এম ইব্রাহিম হোসাইন গতকাল জানিয়েছিলেন, দ্বিতীয় দফায় টাংকুলাজারের মাধ্যমে আটক করার ২৪ ঘন্টা পার হতে না হতেই ‘বঙ্গ বাহাদুর’ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে সে।

 
জানাগেছে, গত ১১ আগষ্ট দুপুরের দিকে প্রথমবারের মতো টাংকুলাইজার দিয়ে অচেতন করার পর বঙ্গ বাহাদুর নিজেই শিকল ছিড়ে মুক্ত হয়ে পালানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে বন বিভাগের উদ্ধারকারী দল আবারো দ্বিতীয় দফায় রোববার সকালে পর পর ৪টি চেতনানাশক ইনজেকশন দেয়। এতে বঙ্গ বাহাদুর দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গ বাহাদুর কাদা-পানিতে লুটিয়ে পড়ে। তখনই অনেকে অনেকে আশঙ্কা করছিলেন, হাতিটির মৃত্যুও হতে পারে।

 
তবে বাংলাদেশের কর্মকর্তারা হাল ছাড়েননি। বাংলাদেশ বন অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিদর্শক জানিয়েছিলেন, আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তবে সেটা হয়নি। বনের স্বাধীন হাতিটি শিকলে বন্দি জীবন গ্রহণ করেনি।

উৎসঃ নয়াদিগন্ত

Logo-orginal