, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

অলিম্পিকে ইতিহাস গড়লেন ১৮ বছর বয়সী এই মুসলিম নারী!

প্রকাশ: ২০১৬-০৮-১৯ ২১:৫১:৫৪ || আপডেট: ২০১৬-০৮-১৯ ২১:৫১:৫৪

Spread the love

অলিম্পিকে ইতিহাস গড়লেন ১৮ বছর বয়সী এই মুসলিম নারী!

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ ব্রাজিলে চলমান অলিম্পিকের আসরে এর আগেও ৪টি পদক জিতেছে ইরান। তবে ইরানের হয়ে যিনি ৫ম পদকটি জিতলেন তিনি ইরানের মুসলিম নারী হিসেবে একটি অনন্য ইতিহাস গড়েছেন।

এবারের অলিম্পিকে ইরানের হয়ে ইতিহাস গড়া এই মুসলিম নারী হলেন কিমিয়া আলিজাদে। তায়কোয়ান্দোতে ৫৭ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ  জিতেছেন কিমিয়া আলিজাদে। সুইডেনের নিকিতা গ্লাসনোভিচকে ৫-১ পয়েন্টে হারিয়ে এই পদক জিতেছেন তিনি।

এ পর্যন্ত অলিম্পিকের মোট ৬৫টি পদক নিজেদের করতে পেরেছে ইরান।

উল্লেখ্য, ১৮ বছর বয়সী কিমিয়া তায়কোয়ান্দোতে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

উৎসঃ এমটিনিউজ২৪.কম

 

Logo-orginal