, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

আপনার গুলিতে মারা যাবে?’

প্রকাশ: ২০১৬-০৮-২৭ ১৬:১৮:০৩ || আপডেট: ২০১৬-০৮-২৭ ১৬:১৮:০৩

Spread the love
আইজিপি (ফাইল ছবি)
আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাঃ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পরিচালিত ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ অভিযানে নিও জেএমবি’র নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছে। অভিযান শেষের পরপরই ঘটনাস্থলে ছুটে যান আইজিপি এ কে এম শহীদুল হক।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকরা তার কাছে অভিযানের বিভিন্ন তথ্য জানতে চান। এক পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জঙ্গিরা কি পুলিশের গুলিতে মরেছে? জবাবে আইজিপি বলেন, ‘অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে মরবে না তো আপনার গুলিতে মরবে?’
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সোয়াত টিম, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে মারা যায় তিন দুর্ধর্ষ জঙ্গি।
আইজিপি বলেন, ‘গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর যে ছবি তাদের কাছে রয়েছে তার সঙ্গে এখানে নিহত একজনের চেহারার হুবহু মিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনিই তামিম চৌধুরী। এছাড়া জঙ্গিদের আরও যেসব ছবি তাদের কাছে রয়েছে সেগুলো মিলিয়ে দেখে অন্যদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থল থেকে বোমা ও আলামত সংগ্রহসহ অন্যান্য জিনিস পরিষ্কার করার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।’

উৎসঃ বাংলা ট্রিবিউন

Logo-orginal