, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

নেইমারের অসাধারাণ গোলে ফাইনালে ব্রাজিল

প্রকাশ: ২০১৬-০৮-১৮ ০৯:৪৭:৫৯ || আপডেট: ২০১৬-০৮-১৮ ০৯:৪৭:৫৯

Spread the love

 

             গত বিশ্বকাপ থেকেই নেইমার ব্রাজিলের মুখ, যদিও ঘরের মাঠের বিশ্বকাপে এক পর্যায়ে আহত হয়ে টুর্নামেন্ট                   ছাড়া হতে হয় তাকে। বার্সেলোনা ক্লাবে মেসি-সুয়ারেজদের মতই উজ্জ্বল তারকা তিনি।

আরটিএমনিউজ২৪ডটকম, ক্রীড়া ডেস্কঃ অলিম্পিক্স ইতিহাসের দ্রুততম গোলটি করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

রিওর মারাকানায় পুরুষদের ফুটবলের সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার পনের সেকেন্ডের মাথায় এই গোলটি করেন তিনি।

তার শুরু করা এই গোল উৎসব যখন শেষ হয় তখন হন্ডুরাসের জালে ছয় বার বল ঢুকিয়েছে ব্রাজিলের খেলোয়াড়রা।

এর মধ্যে নেইমার করেছে দুটি গোল।

কয়েকটা দুর্বল ও ব্যর্থ আক্রমণ করা ছাড়া পুরো ম্যাচজুড়েই হন্ডুরাসকে দেখা গেছে অসহায় আত্মসমর্পণের ভঙ্গিতেই।

সেমিফাইনাল জেতার পর ফুটবলে প্রথমবারের মত অলিম্পিক্স স্বর্ণ জেতার সম্ভাবনা তৈরি হয়েছে আয়োজক ব্রাজিলের সামনে।

তবে ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে জার্মানির।

রাতেই দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে জার্মানি।

Logo-orginal