, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

গাজীপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান, দুই জঙ্গি নিহত

প্রকাশ: ২০১৬-১০-০৮ ১১:২৭:৩৭ || আপডেট: ২০১৬-১০-০৮ ১১:৩১:৪২

Spread the love
গাজীপুরে র‌্যাবের অভিযান: দুই জঙ্গি নিহত

আরটিএমনিউজ২৪ডটকম, অনলাইন ডেস্কঃ জঙ্গি আস্তানা’ সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

শনিবার ভোর থেকে একতলা ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-১, সিটি, ও স্থানীয় পুলিশের সদস্যরা।

এরপর সকাল সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে।

জানা গেছে, আতাউর রহমান নামের এক ব্যবসায়ী ওই বাড়িটির মালিক। তিনি রাজধানী ঢাকায় থাকেন।

স্থানীয়রা জানায়, দেড় মাস আগে তিনি এই বাড়িটির নির্মাণকাজ শেষ করেন। আর এক মাস আগে ভাড়া দেয়া হয়। তবে ভাড়াটিয়ার নাম-পরিচয় জানা যায়নি।

মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে।

উল্লেখ্য গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার ভোরে অভিযান চালায় র‌্যাব। স্থানীয় পুলিশও অভিযানে র‌্যাব সদস্যদের সঙ্গে অংশ নেয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

খন্দকার রেজাউল হাসান বলেন, ঢাকা থেকে র‌্যাবের একটি দল শনিবার (৮ অক্টোবর) ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়।

Logo-orginal