, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

তামুর ভবিষ্যতে ডাক্তার হতে ইচ্ছুক

প্রকাশ: ২০১৬-১১-০৯ ২২:৫২:৫৩ || আপডেট: ২০১৬-১১-০৯ ২২:৫২:৫৩

Spread the love
আবদুল্লাহ ইবনে তৈয়ব(তামুর)
আবদুল্লাহ ইবনে তৈয়ব(তামুর)

এরশাদ হোসাইন, আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রামঃ  আবদুল্লাহ ইবনে তৈয়ব(তামুর) ২০১৭ সালের এস,এস,সি টেষ্ট পরিক্ষায় নগরীর  লামা বাজার এ,এ,এস সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় স্হান করে উত্তির্ণ হয়েছেন,সে লোহাগাড়া সদরের উজিরভিটার মোহাম্মদ তৈয়ব ও রাশেদা আক্তাররের ১ম ছেলে।

পুরস্কার নিচ্ছেন তামুর
পুরস্কার নিচ্ছেন তামুর

সে বড় হয়ে ডাক্তার হতে ইচ্ছুক।
ভবিষ্যৎ ডাক্তার হয়ে এলাকাবাসী ও গরীব-দুঃখীর ফ্রী সেবা করবেন এবং সমাজের উন্নয়নে ও সামাজিক ব্যাধি নিরসনে কাজ করে যাবেন।

 

তার পিতা-মাতা এলাকাবাসী সহ সকলের কাছে আন্তরিক ভাবে দোয়া চেয়েছেন, ভবিষ্যতে তার লালিত স্বপ্ন যেন আল্লাহ্ পূরন করেন।

এরশাদ/৯১১১৬

Logo-orginal