, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়ার সুখছড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ম দিনের জে. এস. সি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-১১-০১ ১৩:০৯:৪২ || আপডেট: ২০১৬-১১-০১ ১৬:১৬:৪৭

Spread the love
লোহাগাড়ার সুখছড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ম দিনের জে. এস. সি পরীক্ষা অনুষ্ঠিত
লোহাগাড়ার সুখছড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ম দিনের জে. এস. সি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, আরটিএমনিউজ২৪ডটকম, লোহাগাড়া:  এ বছর থেকে জে.এস.সি পরীক্ষার নতুন কেন্দ্র       লোহাগাড়া উপজেলার সুখছড়ী উচ্চ বিদ্যালয়ে বেশ শান্তিপূর্ণ ভাবে ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

নতুন এ কেন্দ্রে মোট তিনটি স্কুলের মোট ৫৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

  1. received_1226947630709192

স্কুল গুলো হল চরম্বা উচ্চ বিদ্যালয়, এয়াকুব বজল উচ্চ বিদ্যালয়, নয়াহাট ও কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়।

 

বোর্ড হতে পরিদর্শকগন এ হলের পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আবদুল হান্নান চৌধূরী ফারুক উপস্থিত ছিলেন।

 

এক নজরে কেন্দ্র সমাচার: মোট পরীক্ষার্থী :৫৫০ অংশ গ্রহনকারী বিদ্যালয়: ৩টি হল সুপার: মো: এয়াকুব, প্রধান শিক্ষক, উজিরভিটা উচ্চ বিদ্যালয় সহ-সুপার: প্রধান শিক্ষক,গারাংগিয়া উচ্চ বিদ্যালয় । সুজন দাশ/১১১১৬

Logo-orginal